মোঃ সাকিব খান: মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি এলাকায় বাসের ধাক্কায় ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। একই দুর্ঘটনায় তাঁর বোন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সোমবার (১৯ মে ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)
স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল দুই বোন মারিয়া (৭) ও হাবিবা (৮)।তাঁরা মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের আলাল হোসেন মণ্ডলের মেয়ে। তাঁরা দুজনই কেচুয়াডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ বলছে, পথে সদর উপজেলার কেচুয়াডুবি এলাকায় যশোরগামী একটি বাসের ধাক্কায় আহত হয় মারিয়া (৭) ও হাবিবা (৮)। তাঁদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মারিয়া নামে শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত হাবিবাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে রামনগর হাইওয়ে থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান বলেন, ‘কেচুয়াডুবি এলাকায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে যশোরের দিকে যাওয়া গোল্ডেন লাইন পরিবহণের একটি গাড়ি তাঁদেরকে ধাক্কা দেয়। ওই বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে’।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত