একে আজাদ,রাজবাড়ী: একজন ইউএনও আবু দারদা। রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন গত বছরের ৩ নভেম্বর। যোগদানের পর থেকেই পাংশাকে কিভাবে স্মার্ট উপজেলা হিসেবে রুপান্তরিত করা যায় তা নিয়ে কাজ করে আসছেন। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সবার খোঁজখবর নিচ্ছেন,সমস্যা থাকলে সমাধান করছেন।
তিনি পাংশায় যোগদানের পর শতভাগ বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন উপজেলাবাসী। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা,বাল্যবিবাহ প্রতিরোধ নানা পদক্ষেপ নিচ্ছেন। পাংশাকে সন্ত্রাস মুক্ত,অবৈধ অস্ত্র ও সন্ত্রাস বিরোধী পুলিশি অভিযান, মাদকের ভয়াল থাবা থেকে পাংশা উপজেলাবাসীকে মুক্ত করার জন্য তিনি মাদক মুক্ত উপজেলা গড়ার প্রত্যয়ে কাজ করছেন।
অবৈধ দখলদারদের উচ্ছেদ,অবৈধ বালু উত্তোলন বন্ধ,বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও ভোক্তা অধিকার নিশ্চিত,সকল ভোক্তা সাধারণকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান,স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে কাজ করাসহ নানাবিধ কাজের জন্য তিনি পাংশাবাসির প্রশংসায় ভাসছেন। তার কর্মকাণ্ডে খুশি উপজেলাবাসী।
এছাড়াও তিনি পৌর কাঁচা বাজারে শৌচাগার নির্মান,বাজার যানজটমুক্ত করা,বাজারের মধ্যে সব ব্যবসায়ীর আলাদা আলাদা সেড নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সেডে থাকবে কাঁচা বাজার,মাংস বিক্রি করার জায়গা,ফল মার্কেট সহ অন্যান্য দোকান। দ্রুত সময়ের মধ্যে ড্রেনের ব্যবস্থা উন্নতি করা এবং যাতে অল্প সময়ের মধ্যে পানি নিষ্কাশন হয় তা নিয়েও কাজ করছেন এই ইউএনও।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা বলেন, আমি চেষ্টা করেছি কিভাবে সাধারণ মানুষকে ভালো রাখা যায়। আমি যতদিন আছি কাউকে দুর্নীতি করতে দেব না,মানুষের ভোগান্তি হয় এমন কোন কিছু করতে দেওয়া হবে না। আমি দুর্নীতিমুক্ত পাংশা উপজেলা গড়ে তুলবো ইনশাল্লাহ।