রোববার বিকালে উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাজবাড়ী পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান।
আহতরা হলেন- রাজবাড়ী সদর থানার এসআই সাব্বির হোসেন ও এএসআই আবুল হাসেম। এ সময় হামলায় আরও কয়েকজন আহত হন।
নিহত শাহিন শেখ ওরফে রুপল শেখ সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামের জিন্নাহ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে রাজাপুর মধ্যপাড়া গ্রামের শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের বাড়ির পানির মোটরপাম্প চুরি হয়। এতে শাহিন ওরফে রুপল শেখকে নিয়ে সন্দেহ করে। গত শুক্রবার সন্ধ্যার দিকে সালিশের কথা বলে শাহিন শেখ ওরফে রুপলকে তার বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখে। এ সময় জহির উদ্দিন বিশ্বাস ও শামসুদ্দিন বিশ্বাসের হুকুমে এজাহারভুক্ত আসামিরা শাহিন ওরফে রুপলকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে।
শাহিনের মামা কালাম মোল্লা বলেন, এলোপাতাড়ি মারধরে শাহিন ওরফে রুপলের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থান ফাটা ও কাটা রক্তাক্ত জখম হয়। অতিরিক্ত মারপিটের কারণে শাহিন ওরফে রুপলের নিথর দেহ মাটিতে পড়ে গেলে সবাই তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে শাহিন ওরফে রুপল মারা যান।
খবর পেয়ে সদর থানা পুলিশ শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সদর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে। সুরতহাল শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত চারজনকে গ্রেফতার করেছে।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত