বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল আযহায় আসছে এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পারভীন লিসার নতুন দ্বৈত গান 'দু:খ বন্দনা'। পারভীন লিসার পাশাপাশি গানটি পুরুষ কন্ঠে গেয়েছেন ও সুর করেছেন সৌরভ হালদার। গানটির গীতিকার ফাহদ হোসেন। সংগীতায়োজন করেছেন তমাল হাসান।
জানা যায়,গানটির মিউজিক ভিডিওর শুটিং শিগগিরই ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হবে। এরই মধ্যে গানটির সংগীতায়োজনের কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের কোরবানির ঈদেই শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে এই গানটি।
গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পী পারভীন লিসা। তিনি বলেন,‘এবারের গানটি একটু ক্লাসিক্যাল ঘরানার। এর কথা ও সুরে রয়েছে গভীরতা। শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।
লিসা আরও বলেন,‘ফাহদ হোসেনের কথায় এটি আমার প্রথম কাজ। পাশাপাশি তমাল হাসান অসাধারণ মিউজিক করছেন। সৌরভ গানটিকে চমৎকারভাবে তুলে ধরেছেন গলায়। আমাদের দুজনেরও প্রথম দ্বৈত গান এটি।‘
প্রসঙ্গত,পারভীন লিসার এর আগে আরও ছয়টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। ভিন্নধর্মী প্রতিটি গানের মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে নিজের শ্রোতা গড়েছেন। ‘দুঃখ বন্দনা’ তার সংগীত ক্যারিয়ারে নতুন একটি মাত্রা যোগ করবে বলে আশা করছেন এই শিল্পী। এখন শুধু গানটি প্রকাশের অপেক্ষা।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত