স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইনি উপাদান রয়েছে। চাইলেই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এতে আইনি কোন বাধা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের মাননীয় এটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।
শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা নতুন বাজার প্রাঙ্গণে উপজেলা বণিক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বণিক সমিতির সভাপতি আবু সাইদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুর খানের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ূন বাবর ফিরোজ, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিঞা, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, উপজেলা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব আবুল বাসার তরিকুল সাদাত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন জোয়ারদার, সদস্য সচিব আবুল খায়ের, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আলামিন হোসাইন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রকিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক ওসমান আলী,ঝিনাইদহ চেম্বার অব কমার্স এর সভাপতি মরজেম মিয়া,সহকারি কমিশনার (ভূমি) এসএম সীরাজুস সালেহীন, শৈলকূপা থানার ওসি মাসুম খানসহ উপজেলা নাগরিক সমাজ, শুধি সমাজ, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকসহ সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত